Total Pageviews

Search This Blog

Thursday, February 11, 2016

Hoyto Tomari Jonno... Bangla Song Lyric| Singer Manna Dey

Song: Hoyto Tomari Jonno


Singer: Manna Dey

হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই .....

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
শুধু ছুটে গেছি তাই ....

আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত ....
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমারে চাই...

হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই ....

আমি যে দুরন্ত
দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই
স্বপ্ন ছড়াই....

তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ .....
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই ....

হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই ...

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
শুধু ছুটে গেছি তাই ....



Wednesday, February 10, 2016

Pran Bondhua... Bangla Song Lyric| Singer Arfin Rumey & Sheniz

Song: Pran Bondhua


Singer: Arfin Rumey & Sheniz


প্রান বন্ধুয়া কি মন মজাইলা
দেখে তোমায় মনে শান্তি পাই
আমি শুধুই তোমারি হতে চাই.....

ফিরিয়ে দেব না ভেবে
ফিরিয়ে দিয়েছি তোকে
মরন আমার লেখা যেন তোরই চোখে.....
ভুল আমার সব শুধরে নেব একটা পলকে....

বন্ধু আমার রসিয়া
তার প্রেমেতে ফাসিয়া
প্রেম কারে কয় শিখিলাম....

চোখ বুজে দেখি তারে
চোখ খুলে দেখি না
বন্ধু আমি শুধুই তোমায় চাই....

ফিরিয়ে দেব না ভেবে
ফিরিয়ে দিয়েছি তোকে
মরন আমার লেখা যেন তোরই চোখে.....

প্রেম করে আমার সনে
মাঝ গাং তে ছাড়িয়া
বসে আছো কোন জাগায়....

চোখ বুজে দেখি তারে
চোখ খুলে দেখি না
বন্ধু আমি শুধুই তোমায় চাই....

ফিরিয়ে দেব না ভেবে
ফিরিয়ে দিয়েছি তোকে
মরন আমার লেখা যেন তোরই চোখে....
ভুল আমার সব শুধরে নেব একটা পলকে.....





Friday, February 5, 2016

Etota Bhalobashi.. Bangla Song Lyric| Singer Arfin Rumey & Naumi

Song: Etota Bhalobashi


Singer: Arfin Rumey & Naumi

এতটা ভালবাসি তোমায়
তবুও ভরে না তো মন...

একটু আড়াল হলে তুমি
লাগে যে কেমন কেমন...
এতটা ভালবাসি তোমায়....

তুমি আমার মনের-ই
দেয়ালে ভালবাসার আয়না....

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...

সারাদিন সারাবেলা
আমার ভেতর শুধু তোমার লুকোচুরি খেলা...

একটা পলক তোমায় ভুলে থাকা যায় না
তু্মিহীনা হৃদয় আমার সুখ-ও যে পায় না...

তুমি আমার মনের- ই
দেয়ালে ভালবাসার আয়না...

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...

জানে রোদ মেঘমালা
তোমার সপ্নে আমি ভাসাই অনুভবের ভেলা....

একটা পলক তোমায় ভুলে থাকা যায় না
তু্মিহীনা হৃদয় আমার সুখ-ও যে পায় না,,,,

তুমি আমার মনের- ই
দেয়ালে ভালবাসার আয়না....

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...













Thursday, February 4, 2016

Sobai To Sukhi Hote Chai.. Bangla Song Lyric| Singer Manna Dey

Song: Sobai To Sukhi Hote Chai

Singer: Manna Dey

সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না ….

জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না….

সবাই তো সুখী হতে চায় ……

আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোন দিন সেই সুখ পাখি …..

এই চেয়ে থাকা আর প্রানে সয়না
সবাই তো সুখী হতে চায় ….

ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায় …..

আমি রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো ….

এই চেয়ে থাকা আর প্রানে সয়না
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না


Tuesday, February 2, 2016

Ei Meghla.. Bangla Song Lyric| Singer Hemanta Mukherjee

Song: Ei Meghla


Singer: 
Hemanta Mukherjee


এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে  পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?

যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।

আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?