Total Pageviews

Search This Blog

Showing posts with label Etota Bhalobashi Arfin Rumey &Naumi song lyric. Show all posts
Showing posts with label Etota Bhalobashi Arfin Rumey &Naumi song lyric. Show all posts

Friday, February 5, 2016

Etota Bhalobashi.. Bangla Song Lyric| Singer Arfin Rumey & Naumi

Song: Etota Bhalobashi


Singer: Arfin Rumey & Naumi

এতটা ভালবাসি তোমায়
তবুও ভরে না তো মন...

একটু আড়াল হলে তুমি
লাগে যে কেমন কেমন...
এতটা ভালবাসি তোমায়....

তুমি আমার মনের-ই
দেয়ালে ভালবাসার আয়না....

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...

সারাদিন সারাবেলা
আমার ভেতর শুধু তোমার লুকোচুরি খেলা...

একটা পলক তোমায় ভুলে থাকা যায় না
তু্মিহীনা হৃদয় আমার সুখ-ও যে পায় না...

তুমি আমার মনের- ই
দেয়ালে ভালবাসার আয়না...

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...

জানে রোদ মেঘমালা
তোমার সপ্নে আমি ভাসাই অনুভবের ভেলা....

একটা পলক তোমায় ভুলে থাকা যায় না
তু্মিহীনা হৃদয় আমার সুখ-ও যে পায় না,,,,

তুমি আমার মনের- ই
দেয়ালে ভালবাসার আয়না....

তোমায় ছাড়া এ মন আমার
আর তো কিছু চায় না...