Song: Sobai To Sukhi Hote Chai
Singer: Manna Dey
সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না ….
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না….
সবাই তো সুখী হতে চায় ……
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোন দিন সেই সুখ পাখি …..
এই চেয়ে থাকা আর প্রানে সয়না
সবাই তো সুখী হতে চায় ….
ভালবেসে সুখী হতে বল কেনা চায়
রাধা সুখী হয়েছিল এই শ্যামরায় …..
আমি ও রাধার মত ভালবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো ….
এই চেয়ে থাকা আর প্রানে সয়না …
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না…
4 comments:
অনেক সুন্দর একটা গান।
Here is many bangla song lyric list. I think a lot of people of bangladesh using bangla song lyric.
Osadharon gan
Maana De All Time Legend ❤️
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"
আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই
তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই
Full Lyrics
.
Post a Comment