Song: Dheu
Singer: Arfin Rumey & Hema
চোখের নজর ফেলে বলি
ভালবাসি তোমায়...
বুকের পাঁজর খুলে বলি
ভালবাসি তোমায়......
তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......
আধো ঘুমে মাঝরাতে
কড়া নাড়ো ভাবনাতে...
ভাবনার রঙ ছড়াও
উড়ে যাওয়া জোছনাতে....
শুন্য হৃদয় শুধু চায়
ভেসে যেতে তোমার-ই ডানায় ......
তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় ......
চেনা প্রিয় চারপাশে
কত শত মুখ ভাসে...
তোমার-ই প্রেম কেন
বারে বারে ফিরে আসে....
স্বপ্ন হাওয়া মাখো গায়
যত টুকু তোমাকে মানায় .....
তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......
চোখের নজর ফেলে বলি
ভালবাসি তোমায়....
বুকের পাঁজর খুলে বলি
ভালবাসি তোমায়......
তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......