Total Pageviews

Search This Blog

Tuesday, December 29, 2015

Nishwas.. Bangla Song Lyrics| Singer Arfin Rumey & Konal

Song: Nishwas (Movie:- SAMRAAT: The King Is Here) 
Singer: Arfin Rumey & Konal

নিশ্বাস ফিরে পাই
তোমার কথা ভেবে
বিশ্বাস মনে তাই
তুমি আমার হবে....

বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা........

আমায় আমি পর করেছি
তোমায় পেয়ে তাই
তোমার মাঝে ভর করেছি
আপন কেহ নাই......

তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর.....

বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা.....

চিনতে তোমায় বড় দেরি
করে ফেলেছি
কিনতে তোমায় মনের দামে
তাই চেয়েছি.....

তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর.......

বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা..... 

https://www.facebook.com/smarfinrumey?fref=ts
 

 

Saturday, December 26, 2015

O Pakhi Re.. Bangla Song Lyrics| Singer Arfin Rumey



Song: O Pakhi Re.... (Unreleased Track. Coming on 2016)
Singer: Arfin Rumey 


পাখি রে, তোরে রাখি রে
বুকের মাঝে রাখি
পাখি পাখি নামে তোরে
দিবানিশি ডাকি
পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......

পাখি রে চল সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার অাশায়
মনে সুখের ছবি  আঁকি......

তোরে পেলে ভুলে যাই সব
তুই আমার সুখের অনুভব
তোরে ছাড়া থেমে যায় নিশ্বাস
পাখি সে কথা জানিস না কি

পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.....

পাখি রে চল সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি আঁকি......

তোরে পেলে প্রেম জাগে শুধু
তুই না এলে সব মরুধুধু
তোরে ছাড়া কোথা পাই আশ্বাস
পাখি কিছু নেই, বলতে পাখি......

পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
 
পাখি রে চল সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার  আশায়
মনে সুখের ছবি  আঁকি

https://www.facebook.com/smarfinrumey