Song: O Pakhi Re.... (Unreleased Track. Coming on 2016)
Singer: Arfin Rumey
ও পাখি রে,
তোরে রাখি
রে
বুকের মাঝে রাখি
পাখি পাখি নামে তোরে
দিবানিশি ডাকি
পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
বুকের মাঝে রাখি
পাখি পাখি নামে তোরে
দিবানিশি ডাকি
পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার অাশায়
মনে সুখের ছবি আঁকি......
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার অাশায়
মনে সুখের ছবি আঁকি......
তোরে পেলে ভুলে যাই সব
তুই আমার সুখের অনুভব
তোরে ছাড়া থেমে যায় নিশ্বাস
পাখি সে কথা জানিস না কি
পাখি রে সবই
ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.....
তোরে ছাড়া ফাঁকি.....
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি আঁকি......
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি আঁকি......
তোরে পেলে প্রেম জাগে শুধু
তুই না এলে সব মরুধুধু
তোরে ছাড়া কোথা পাই আশ্বাস
পাখি কিছু নেই, বলতে পাখি......
পাখি রে সবই
ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
তোরে ছাড়া ফাঁকি.......
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি
আঁকি