Song: O Pakhi Re.... (Unreleased Track. Coming on 2016)
Singer: Arfin Rumey
ও পাখি রে,
তোরে রাখি
রে
বুকের মাঝে রাখি
পাখি পাখি নামে তোরে
দিবানিশি ডাকি
পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
বুকের মাঝে রাখি
পাখি পাখি নামে তোরে
দিবানিশি ডাকি
পাখি রে সবই ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার অাশায়
মনে সুখের ছবি আঁকি......
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার অাশায়
মনে সুখের ছবি আঁকি......
তোরে পেলে ভুলে যাই সব
তুই আমার সুখের অনুভব
তোরে ছাড়া থেমে যায় নিশ্বাস
পাখি সে কথা জানিস না কি
পাখি রে সবই
ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.....
তোরে ছাড়া ফাঁকি.....
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি আঁকি......
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি আঁকি......
তোরে পেলে প্রেম জাগে শুধু
তুই না এলে সব মরুধুধু
তোরে ছাড়া কোথা পাই আশ্বাস
পাখি কিছু নেই, বলতে পাখি......
পাখি রে সবই
ফাঁকি রে
তোরে ছাড়া ফাঁকি.......
তোরে ছাড়া ফাঁকি.......
পাখি রে চল
সারাবেলা
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
পাশাপাশি থাকি
তোরে পাওয়ার আশায়
মনে সুখের ছবি
আঁকি
1 comment:
.
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"
আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই
তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই
Full Lyrics
.
Post a Comment