Song: Kotota Megh Hole
Singer: Arfin Rmuey
কতটা মেঘ হলে বৃষ্টি ঝরে
কতটা রোদ হলে পৃথিবী হাসে
কত জোছনায় পূর্ণিমা হয়
কত তারায় রাত আলোয় ভাসে....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি....
কতটা জল হলে পুরোটা সাগর
হারায় নিজের সীমানা
কত ভালবেসে আশায় আছি
জানো কি, তুমি জানো না....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি....
কতটা কাছে এলে ভালবাসা যায়
তুমি কি তারও কাছে নও
কাছে থেকেও তুমি যে অনেক দূরে
কেন মিছে অভিনয়.....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি.....
কতটা মেঘ হলে বৃষ্টি ঝরে
কতটা রোদ হলে পৃথিবী হাসে
কত জোছনায় পূর্ণিমা হয়
কত তারায় রাত আলোয় ভাসে.....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি.....