Total Pageviews

Search This Blog

Friday, January 15, 2016

Chithi.. Bangla Song Lyrics| Singer Arfin Rumey & Nancy

Song: Chithi
Singer: Arfin Rumey & Nancy


বাতাসে কান পেতে থাকি
এই বুঝি ডাকছ তুমি……

আকাশে চোখ মেলে থাকি
এই বুঝি পাঠালে চিঠি....

একবার বলি বারবার বলি
বলি যে লক্ষ বার
তুমি আমার প্রিয়তমা
তুমি যে আমার.....

তোমায় ছাড়া জীবন আমার
জীবন সে তো নয়...

তোমায় নিয়ে অনন্তকাল
বাঁচতে ইচ্ছা হয়.....

তোমারি জন্য রেখেছি
খুলে সব স্বপ্নের-ই দুয়ার..... 

একবার বলি বারবার বলি
বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা
তুমি যে আমার.....

হৃদয়ের-ই পাতায় পাতায়
তোমারি নাম লেখা.....

তুমি ছাড়া পৃথিবীটা
ভীষণ একলা একা.....

তোমারি জন্য রেখেছি
খুলে সব স্বপ্নের-ই দুয়ার....

একবার বলি বারবার বলি
বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তমা  
তুমি যে আমার.....

https://www.facebook.com/smarfinrumey


3 comments:

rakib said...

Here is many bangla song lyric list. I think a lot of people of bangladesh using bangla song lyric.

Unknown said...

Memorable song of my life

Ahmed Tayef said...

.
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi" 2020

আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই


তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই

Full Lyrics


.