Song: Kotota Megh Hole
Singer: Arfin Rmuey
কতটা মেঘ হলে বৃষ্টি ঝরে
কতটা রোদ হলে পৃথিবী হাসে
কত জোছনায় পূর্ণিমা হয়
কত তারায় রাত আলোয় ভাসে....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি....
কতটা জল হলে পুরোটা সাগর
হারায় নিজের সীমানা
কত ভালবেসে আশায় আছি
জানো কি, তুমি জানো না....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি....
কতটা কাছে এলে ভালবাসা যায়
তুমি কি তারও কাছে নও
কাছে থেকেও তুমি যে অনেক দূরে
কেন মিছে অভিনয়.....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি.....
কতটা মেঘ হলে বৃষ্টি ঝরে
কতটা রোদ হলে পৃথিবী হাসে
কত জোছনায় পূর্ণিমা হয়
কত তারায় রাত আলোয় ভাসে.....
তারও বেশি ভালবাসি
বুঝতে কি পারো তুমি
তুমি থাকো নিজের-ই মাঝে
আমি একা স্বপ্ন দেখি.....
1 comment:
.
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"
আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই
তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই
Full Lyrics
.
Post a Comment