Song: Ekta Sokal
Singer: Pritom Ahmed
একটা সকাল হোক না শুরু বন্ধু তোমার সাথে
খুনসুটি আর দস্যিপনা কথার বৃষ্টিপাতে
একটা সকাল.........
একটা দুপুর, বিকেল না হয় রইলে আমার সাথে
খুব অহেতুক ঘোরাঘুরি রিকশা বা রাজপথে
একটা সকাল.........
এই শহরের দালান
কোঠা কিংবা
যন্ত্র মানব
বিশ্রী রকম হিংসুটে সব স্বার্থ নিয়ে সরব....
বিশ্রী রকম হিংসুটে সব স্বার্থ নিয়ে সরব....
প্রেম তো ভীষণ সস্তা যেমন, চা এর কাপে চুমুক
তার চেয়ে না হয় বন্ধুত্বটা আরো একটু জমুক....
একটা সকাল.........
একটা সকাল হোক না শুরু বন্ধু তোমার সাথে
খুনসুটি আর দস্যিপনা কথার বৃষ্টিপাতে
একটা সকাল.........
একটা দুপুর, বিকেল না হয় রইলে আমার সাথে
খুব অহেতুক ঘোরাঘুরি রিকশা বা রাজপথে
একটা সকাল.........
ভাল্লাগেনা এক ঘেয়ে
সব বিকেল
সন্ধ্যাগুলো
আজকে না হয় দুজন মিলে গল্প করি চলো....
নিত্য দিনই কাটে আমার বড্ড সাদামাটা
একটা দিনতো পেতেই পারি রঙ্গীন আলোর ছটা....
আজকে না হয় দুজন মিলে গল্প করি চলো....
নিত্য দিনই কাটে আমার বড্ড সাদামাটা
একটা দিনতো পেতেই পারি রঙ্গীন আলোর ছটা....
একটা সকাল.........
একটা সকাল হোক না শুরু বন্ধু তোমার সাথে
খুনসুটি আর দস্যিপনা কথার বৃষ্টিপাতে
একটা সকাল.........
একটা দুপুর, বিকেল না হয় রইলে আমার সাথে
খুব অহেতুক ঘোরাঘুরি রিকশা বা রাজপথে
একটা সকাল.........
1 comment:
অসাধারণ লেখা ❤️
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"
আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই
তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই
Full Lyrics
.
Post a Comment