Song: Beche Theke Ar Ki Hobe
Singer: Arfin Rumey & Liza
বেঁচে থেকে আর কি হবে
যদি তুমি না থাকলে....
এ জীবনে আর চাই না কিছুই
যদি না রাখো আগলে ....
এত দিন পরে তুমি আমায়
প্রিয়তম বলে ডাকলে
ভালবেসে আমাকে হৃদয়ে জড়িয়ে রাখলে...
বেঁচে থেকে আর কি হবে
যদি তুমি না থাকলে...
এ জীবনে আর চাই না কিছুই
যদি না রাখো আগলে...
ফাগুনের রোদে ফুল ফুটলে
সেই ফুল তুমি খোঁপাতে গুজলে...
হৃদয়ে প্রেমের-ই বাগান জুড়ে
আমাকে সারাদিন তুমি খুঁজলে...
এত দিন পরে তুমি আমায়
প্রিয়তম বলে ডাকলে
ভালবেসে আমাকে হৃদয়ে জড়িয়ে রাখলে...
বেঁচে থেকে আর কি হবে
যদি তুমি না থাকলে...
এ জীবনে আর চাই না কিছুই
যদি না রাখো আগলে...
হৃদয় নদে নাও ছুটলে
সেই নায়ে তুমি ওগো উঠলে...
প্রেমের–ই হাওয়াতে জড়ালে হৃদয়
আমাকে ভালবেসে বুঝলে...
এত দিন পরে তুমি আমায়
প্রিয়তম বলে ডাকলে
ভালবেসে আমাকে হৃদয়ে জড়িয়ে রাখলে...
বেঁচে থেকে আর কি হবে
যদি তুমি না থাকলে...
এ জীবনে আর চাই না কিছুই
যদি না রাখো আগলে...
5 comments:
Awesome song
নাইচ Song
নাইচ Song
.
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"
আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই
তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই
Full Lyrics
.
♥♥♥
Post a Comment