Total Pageviews

Search This Blog

Wednesday, January 6, 2016

Dheu.. Bangla Song Lyrics| Singer Arfin Rumey & Hema

Song: Dheu

Singer: Arfin Rumey & Hema




চোখের নজর ফেলে বলি
ভালবাসি তোমায়...

বুকের পাঁজর খুলে বলি
ভালবাসি তোমায়......

তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......

আধো ঘুমে মাঝরাতে
কড়া নাড়ো ভাবনাতে...

ভাবনার রঙ ছড়াও
উড়ে যাওয়া জোছনাতে.... 

শুন্য হৃদয় শুধু চায়
ভেসে যেতে তোমার-ই ডানায়  ......

তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় ......

চেনা প্রিয় চারপাশে
কত শত মুখ ভাসে...

তোমার-ই প্রেম কেন
বারে বারে ফিরে আসে....

স্বপ্ন হাওয়া মাখো গায়
যত টুকু তোমাকে মানায় .....

তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......

চোখের নজর ফেলে বলি
ভালবাসি তোমায়....

বুকের পাঁজর খুলে বলি
ভালবাসি তোমায়......

তুমি ছাড়া আর তো কেউ
এ মনে তোলে নি ঢেউ
কথা দাও ভুলে যাবে না আমায় .......






1 comment:

Ahmed Tayef said...

.
Arfin Rumey এর নতুন গান "Toke Ami Khuje Firi"

আগে আমি বুঝিনি
প্রেম এমনি
সকাল সাজে কাটে
তোরই কথা ভাবি
কেনো যে এমন হয়
মন তরই কথা কয়
নিশ্বাসে তুই, বিশ্বাসে তুই
নতুন লাগে সবই


তোকে আমি খুঁজে ফিরি ফিরি হায়
তোরই মাঝে বাঁচি বাঁচি শুধু হায়
তোরই মাঝে প্রতি ক্ষণ যেনো হারাই

Full Lyrics


.